সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি
বাংলাদেশে দক্ষিনের সুন্দরবনের কোল ঘেষে বাগেরহাট জেলা। বাগেরহাট জেলার অন্যতম কচুয়া উপজেলা। গবেষকদের তথ্য মতে জমিদার কচু রায়ের থেকে নামকরণ হয়েছে কচুয়ার। তবে বিট্রিশ আমলের তথ্যে দেখা যায় কচুয়া সুন্দরবনের সীমানায় গড়ে উঠা এক জনপদ। কচুয়ার বিভিন্ন জায়গার নাম, ভূমির গঠনে বোঝা যায় এ অঞ্চলের মানুষ বাবার যুদ্ধ করে গড়ে তুলেছে তার বসতি। তবে সে বসতির উপর প্রকৃতি নির্দয় ভাবে আঘাত হানে। কখনো লবনাক্ত পানি, কখনো ঘূর্ণিঝড়, জলোচ্ছাসের মত ঘটনা। প্রাকৃতিক এ দূর্যোগের পাশাপাশি রয়েছে অর্থনৈতিক বিপর্যয়। মানুষ তার জীবন গড়তে পূজির জন্য হাত পাতে এনজিও, ব্যাংকের কাছে। তারা তো জীবনকে দাড় করানোর পরিবর্তে ছিনিয়ে নেয় সবকিছু। মানুষের জীবনটা ঘোরে ঋণের চক্রে। হারিয়ে যায় মহাজনী প্রথার বাকে। তারই মধ্যে আলোর বর্তিকা নিয়ে হাজির হয় সমবায়। সেই সমবায়ে নীতি আদর্শে গড়ে উঠেছে সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।


এক নজরে
২০১৯ সালে এক ঝাক উদ্যমি ব্যক্তিদের হাত ধরে যাত্রা শুরু করে সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। সময়ের কালাবর্তে বিভিন্ন টানা পোড়েনে যে উদ্দ্যেশে গঠন হয় সমিতির তা দায়িত্ব পালন করতে পারে না। ২০২৪ সালে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা হয়। কাজের শুরুতেই বিশেষ করে কৃষি, মৎস্য ক্ষেত্রকে অধিক গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি কর্মসংস্থানের জন্য উদ্যেক্তা তৈরীকে গুরুত্ব প্রদান করা হয়। অর্থনৈতিক নিরাপত্তা বলয় তৈরীর জন্য সমবায়ের মাধ্যমে সঞ্চয় এবং সদস্যদের ঋণদান কর্মসূচী গ্রহণ করা হয়।
আমাদের কয়েকটি কর্মসূচি

সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বিশেষ করে বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানে বিশেষ নজর দেয়। তার ধারাবাহিকতায় রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারকোলা গ্রামের নীলমনি-কে ফুড কার্ডে ফাস্ট ফুড বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক বাজার পায় না। এর অন্যতম কারন কাচামাল সংরক্ষেনের অভাব। বর্তমান বৎসরে কৃষক পর্যাপ্ত টমেটো উৎপাদন হলেও কৃষক বিক্রি করতে পারে না। টমেটো প্রসেসিং করে রাখা তাও সহজসাধ্য নয়। সমিতি থেকে বর্তমান বৎসরে পরীক্ষামূলক টমেটো প্রসেসিং করা হয়েছে। সফল হলে আগামী বৎসরে সকল সদস্যদের মধ্যে কাজটি সম্প্রসারণ করা হবে।

সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সদস্যদের মধ্যে গবাদি পশু পালন, মৎস্য চাষ, কৃষি কাজের সম্প্রসারণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিয়েছে।
ব্যবস্থাপনা কমিটি





